যাত্রীবাহী বাস তল্লাশি করে চার কোটি ৮৫ লাখ টাকার সোনাসহ আটক ৩

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগর-মহেশপুর সড়কে একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে চার কোটি ৮৫ লাখ ৮১ হাজার ৫৪ টাকার পাঁচ কেজি ১৪ দশমিক ৫৯ গ্রাম ওজনের ১২টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে বিজিবি।
বুধবার (১৭ জুলাই) জীবননগর-মহেশপুর সড়কে এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো, দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের তপু পাল (৩৭), সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার মাইজাইল গ্রামের মোহন চক্রবর্তী (৪২) ও একই জেলার সারুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৫৫)।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহ আজিজুস শহীদ এদিন বেলা ১১টার পর গোপনে সংবাদ পেয়ে মেইলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলামের নের্তৃত্বে একদল বিজিবি সদস্য চুয়াডাঙ্গার জীবননগর-জীবননগর সড়কের ফতেপুর শিশুতলা নামক স্থানে অবস্থান নেয়। এ সময় কালীগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওই বাসের তিন সন্দেহভাজন যাত্রীকে নামিয়ে নেয়া হয়। পরবর্তীতে তাদের শরীর তল্লাশি করে কোমরে লুকানো অবস্থায় প্রত্যেকের নিকট থেকে চারটি করে মোট ১২ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন পাঁচ কেজি ১৪.৫৯ গ্রাম এবং বাজার মূল্য চার কোটি ৮৫ লাখ ৮১ হাজার ৫৪ টাকা সোনার বারগুলো শুল্ক কর ফাঁকি দিয়ে অবৈধভাবে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে বহন ও নিজেদের কাছে রাখার অপরাধে তাদের আটক করা হয়। আটক তিন ব্যক্তিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং সোনার বারগুলো পরীক্ষা শেষে ঝিনাইদহ ট্রেজারি কার্যালয়ে জমা দেয়ার হবে বলে তিনি জানান।
স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বিএসপির সাহিত্য সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি) যশোর এর ২৪৫...

ফের পরীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন রাজের

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের...

বেনাপোল কাস্টমসের অভিযানে অবৈধ পণ্যর ট্রাক আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল বন্দরের ৩৫ নম্বর...

কুয়াশায় নিরাপদে গাড়ি চালাতে ৪ নির্দেশনা

ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। এ অবস্থায়...