জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলর দামুড়হুদা উপজলোর ভারত সীমান্তর্বতী কুতুবপুর গ্রামে দুইটি অবৈধ সোনার বারসহ একই উপজলোর মুন্সীপুর গ্রামরে মরহুম আব্দুল কুদ্দুসরে ছলেে ইজিবাইক চালক কাওছার আলীকে (৪০) আটক করছেে বিজিবি সদস্যরা।
বুধবার (৫ জুন) সকাল আনুমানকি সাড়ে ৯টার দিকে এক অভযিানে তাকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালয়িনরে অধনিায়ক র্কণেল সাঈদ মোহাম্মদ জাহদিুর রহমান পএিসসি এদিন বলো এক মইেল র্বাতায় সংবাদ বিজ্ঞপ্তীর মাধ্যমে জানান, সীমান্তর্বতী বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার করা হবে এমন গোপন সংবাদরে ভত্তিতিে তারই নির্দশেনায় বজিবিরি উপ-অধনিায়ক মেজর কাজী আসফি আহমদ ও মুন্সীপুর বওিপি টহল কমান্ডারসহ একদল বিজিবি সদস্য সীমান্তরে প্রধান খুঁটি ৯৩/৩ আর হতে আনুমানকি দেড় কিলোমিটার বাংলাদশেরে অভ্যন্তরে কুতুবপুর গ্রামরে পাকা রাস্তার ওপর অবস্থান করে। এ সময় ইজবিাইক চালক কাওছার সীমান্তরে দিকে যাওয়ার সময় বজিবিি সদস্যরা তাকে থামায়। ওই সময় সে পালিয়ে যাওয়ার চষ্টো করে। তাকে আটক করে দেহ তল্লাশী করার সময় তার কোমরে লুঙ্গরি ভাজে স্কচটপে দিয়ে মোড়ানো ২৩২ গ্রাম ১৯ দশমকি ৮৯ ভরি ওজনরে দুইটি অবৈধ সোনার বার পাওয়া যায়। ওই অবধৈ সোনার বার গুলো জব্দ করা হয়।
এ ব্যাপারে হাবলিদার মুন্সী মজবির রহমান বাদী হয়ে দামুড়হুদা মডলে থানায় ইজিবাইক চালক কাওছাররে
বরিুদ্ধে মামলা করে তাকে থানা পুলশিরে কাছে হস্তান্তর করছেে এবং জব্দকরা সোনা গুলো চুয়াডাঙ্গা ট্রজোরী
র্কাযালয়ে জমা করা হয়ছে।
স্বাআলো/এস/বি