Uncategorized

অপারেশন ডেভিল হান্ট: আগ্নেয়াস্ত্র-গুলি ও ককটেলসহ আটক ২

| February 11, 2025

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার দ্বীপ উপজেলা হাতিয়াতে অপারেশন ডেভিল হান্টের তৃতীয় দিনে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

এ সময় আমেরিকার তৈরি এক টি পিপ্তল, দেশীয় তৈরি ওয়ানশুটারগান একটি, বোমা সদৃশ ককটেল ১২ পিস, গুলি ৯টি, ড্রেগার দুইটি, কিরিচ দুইটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালী পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক।

এর আগে, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার চরকিং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, একই ইউনিয়নের নবীর উদ্দিন (৫০) ও ইমাম হোসেন (৫০)।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে হাতিয়া থানা পুলিশ ও বাংলাদেশ নৌবাহিনী যৌথ অভিযান চালায় উপজেলার চরকিং ইউনিয়নের কলেজ রোডের হাজী আবুল বাশার মার্কেটের বিপরীতে কাউছার মিয়ার ব্রিক ফিল্ড এলাকায়। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা ব্রিক ফিল্ডের মাঠের দিক থেকে যৌথ বাহিনীর গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। আত্মত্মরক্ষার্থে যৌথ বাহিনী ফাঁকা গুলি চালায়। এরপর সন্ত্রাসীরা বেপরোয়াভোবে যৌথ বাহিনীর দিকে অগ্রসর হলে যৌথ বাহিনী গুলি চালালে সন্ত্রাসীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার (এসপি) আবদুল্লা আল ফারুক আরো বলেন, এ ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুইটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick