দুইদিন বৃষ্টির পরেও স্বাস্থ্যকর নয় ঢাকার বাতাস

ঢাকা অফিস: টানা দুইদিন বৃষ্টির পরও বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী ঢাকার বাতাসের মান আজ ‘ঝুঁকিপূর্ণ’।

সোমবার (২৫ মার্চ) ১৭৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা।

একই সময়ে ১৯৭ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকার প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। ১৯৪ ও ১৭৫ স্কোর নিয়ে দ্বিতীয় ও চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর ও আলজেরিয়ার আলজেরিয়ার্স। এরপর যথাক্রমে ১৭৫ স্কোর নিয়ে পাঁচ নম্বরে মিশরের কাইরো রয়েছে।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

তথ্যমতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সী মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।

ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলোকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। বায়ুদূষণের ফলে বাড়ছে শ্বাসকষ্ট, কাশি, নিম্ন শ্বাসনালীর সংক্রমণ এবং বিষণ্ণতার ঝুঁকি।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

তীব্র ভূমিকম্প ঝুঁকিতে বাংলাদেশ

বাংলাদেশের অনেক অংশে মঙ্গলবার (৭ জানুয়ারি) ৭ দশমিক ১...

সোনার বারসহ আটক ৩

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ থানার পুলিশ সোনার বারসহ...

গুলি করে হত্যার পর বৃদ্ধের মরদেহ নিয়ে গেলো বিএসএফ

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে জহুর আলী (৬০) নামের এক বৃদ্ধকে...

বইয়ে আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের মৃত্যুর...