আইপিএলে জমে উঠেছে ধোনি-মোস্তাফিজ জুটি

স্পোর্টস ডেস্ক: আইপিএল ক্যারিয়ারটা স্বপ্নের মতো শুরু করলেও মাঝখানে খেয় হারিয়ে ফেলেছিলেন মোস্তাফিজুর রহমান। গেলো মৌসুমে দিল্লি ক্যাপিটালসে ছিলেন তিনি।

ধারণা করা হয়েছিলো, দিল্লির জার্সিতে নিয়মিত সুযোগ পাবেন বাংলাদেশের এই পেসার। কিন্তু সেটা আর হয়নি। কেনো হয়নি সেটার ব্যাখ্যাও অবশ্য দিয়েছিলেন দিল্লির মেন্টর সৌরভ গাঙ্গুলি। ভারতীয় ক্রিকেটের দাদা বনে যাওয়া এই কিংবদন্তি জানিয়েছিলেন মোস্তাফিজের সমস্যার কথা।

দিল্লির একাদশে মোস্তাফিজের সুযোগ না পাওয়া ইস্যুতে সৌরভ বলেছিলেন, মোস্তাফিজের ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে। কারণ, প্রায় সময়ই দেখা যায় ওর বলে খোঁচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, এক রানের জায়গায় দুই রান হচ্ছে। কিন্তু ঠিক জায়গায় ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। এই দিক দিয়ে তাকে উন্নতি করতেই হবে।

আইপিএলে প্রথম জয়ের দেখা পেলো কোহলি

মুস্তাফিজের ভুল সৌরভ গাঙ্গুলি ধরিয়ে দিলেও, এই নিয়ে খুব একটা উন্নতি আসেনি। তবে চেন্নাইয়ের দেখা গেল বিপরীত এক চিত্র। উইকেটের পেছনে মহেন্দ্র সিং ধোনির মতো একজন থাকার কারণেই কি না রীতিমত বদলে গেলেন দ্য ফিজ। চেন্নাইয়ের ইনিংসে ফিজ আর ধোনির এমন রসায়ন মনে ধরে ক্রিকেট বিশ্লেষকদের মাঝেও।

ধোনি আর মোস্তাফিজের এমন রসায়ন নিয়ে সাবেক কিউই পেসার মিচেল ম্যাকলেনাঘান বেশ উচ্ছ্বসিত। গুজরাট টাইটান্সের বিপক্ষে চেন্নাইয়ের দাপুটে জয়ের পর বললেন, ধোনিকে দেখে অনেক নির্ভার মনে হয়েছে। মুস্তাফিজ যখন বোলিং এলো, ধোনিকে নানা কিছু জিজ্ঞেস করছিলো। চেন্নাই ও ভারতের ক্রিকেটকে এভাবেই দিনের পর দিন ধরে ধোনি সার্ভিস দিয়ে আসছে।

কাল শুরু জমজমাট আইপিএল

গত দুই ম্যাচেই ধোনি একাধিকবার বোলিং এর সময় কথা বলেছেন মোস্তাফিজের সঙ্গে। বিষয়টি মনে ধরেছে রোহান গাভাস্কারের। ভারতের ঘরোয়া ক্রিকেটের এই কিংবদন্তি বলেন, এক হলো নিজের অভিজ্ঞতা, আরেকটা দলের অভিজ্ঞতা। সে ধোনির সাথে পরামর্শ করছে। ভাই, আমার মনে হয় এই পিচে এভাবে করলে ভালো। সাথে নিজের অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে।

মুস্তাফিজের সাফল্য নিয়ে তার মন্তব্য, ভ্যারিয়েশনেই মোস্তাফিজ বাজিমাত করছে। কোন ভ্যারিয়েশন, কীভাবে করছে এসবের উপর নির্ভর করে। প্রথম ম্যাচ বা এই ম্যাচে মোস্তাফিজের পারফরম্যান্স হলো অভিজ্ঞতার খেলা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...