জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতাল’ এর ওটি ব্লকসহ হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২২জুন) পটুয়াখালী ডায়াবেটিক সমিতি এর আয়োজনে হলরুমে সমিতির সহ-সভাপতি এ্যাড সুলতান আহমেদ মৃধা এর সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডাঃ মেহনাজ হোসেন এর সঞ্চালনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম। স্বাগত বক্তব্য রাখেন পটুয়াখালী ডায়াবেটিক সমিতি এর সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন ।
পটুয়াখালী গ্রীন স্কয়ার হসপিটালের এর কার্যক্রম পরিদর্শন
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান ,জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান । অনুষ্ঠানে পটুয়াখালী ডায়াবেটিক সমিতি এর সদস্যবৃন্দ,আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
শেষে ‘৫০ শয্যা বিশিষ্ট পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতাল’ এর ওটি ব্লকসহ হাসপাতালের অভ্যন্তরীণ কার্যক্রম পরিদর্শন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক নূর কুতুবুল আলমসহ আগত অতিথিবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি ২০১৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও র্ফাচ্যুায়ালের মাধ্যমে ‘৫০শয্যা বিশিষ্ট পটুয়াখালী ডায়াবেটিক হাসপাতাল’ এর কাজের ভিত্তিফলক উম্মোচন করেছিলেন।
স্বাআলো/এস