বাংলাদেশ ব্যাংক দুইটি ডিজিটাল ব্যাংককে লাইসেন্স দিয়েছে।
রবিবার (২২ অক্টোবর) ৫২টি আবেদনের মধ্যে থেকে দুইটি ডিজিটাল ব্যাংককে দেয়া হয়।
লাইসেন্স পাওয়া ডিজিটাল ব্যাংক দুটি হচ্ছে: নগদ ডিজিটাল ব্যাংক পিএলসি এবং এসিআই’র কড়ি ডিজিটাল পিএলসি।
রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর আবদুর রউফ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড সভায় ব্যাংক দুটিকে লাইসেন্স দেয়ার এ সিদ্ধান্ত নেয়া হয়।
নতুন লাইসেন্স পাওয়া ব্যাংক দুটি ছাড়াও আরো তিনটি আবেদনকারীর প্রত্যেককে বিভিন্ন প্রথাগত ব্যাংকের সহায়তায় ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার অনুমতি দেয়া হয়েছে।
স্বাআলো/এসএ