রংপুরে রথযাত্রা উপলক্ষে মতবিনিময় সভা

রংপুর ব্যুরো: রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে আগামী রবিবার (৭ জুলাই) “শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা-২০২৪” নির্বিঘ্ন করার লক্ষ্যে বুধবার (৩ জুলাই) একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্বে করেন পুলিশ কমিশনার মনিরুজ্জামান।

রংপুর জেলা যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত

এছাড়া সভায় বক্তব্য রাখেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সায়ফুজ্জামান ফারুকী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) উত্তম কুমার পাল, উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) আবু বকর সিদ্দীক, উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী মুত্তাকী ইবনু মিনান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম , অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহ নূর আলম পাটওয়ারী, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), রংপুরের সাধারণ সম্পাদক প্রশান্ত মাধব দাস প্রদীপ, তাজহাট শ্রীশ্রী রাধাগোপীনাথ জিউ মন্দিরের পরিচালক গোবিন্দ গিরিধারী দাস, সাধারণ সম্পাদক চিন্ময় নিতাই দাস, কামারপাড়া রথ মন্দির পূজা কমিটির সাধারণ সম্পাদক নিপেন কর্মকার, সনাতন ধর্মীয় নেতা শ্রী অমৃত চট্টোপাধ্যায় (অনাথ ঠাকুর), বীর মুক্তিযোদ্ধা রামকৃষ্ণ সোমানি, শ্রীপাদ যদুনাথ দাস অধিকারী যাদব, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি হারাধন রায় হারাসহ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, অফিসার ইনর্চাজবৃন্দ (ওসি) এবং সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ।

রংপুরে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ৩

সভায় পুলিশ কমিশনার, ‘শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব-২০২৪’ এর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও মূল্যবোধ অটুট রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। এলক্ষ্যে রথযাত্রা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রথযাত্রায় করণীয় ও বর্জনীয় সম্পর্কে নানা ধরনের দিকনির্দেশনা প্রদান করেন। এবার রংপুর মহানগর এলাকায় মোট ছয়টি রথযাত্রা অনুষ্ঠিত হবে, যা সুষ্ঠু-সুন্দর ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজকের এ মতবিনিময় সভা‌ হয় বলে জানাগেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...