Uncategorized

নড়াইলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

| May 28, 2024

জেলা প্রতিনিধি ,নড়াইল: নড়াইলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টায় জেলা তথ্য অফিস, নড়াইলের আয়োজনে নড়াইল সরকারী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

নড়াইল জেলা তথ্য অফিসার মনিরুল বাশারের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক এম.এম আরাফাত হোসেন, টিটিসির অধ্যক্ষ আবুল বাশার আল মামুন সিদ্দিকী, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর্জা নজরুল ইসলামসহ সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ছাত্র সহ বিভিন্ন সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন এবং এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

স্বাআলো/এস

Debu Mallick