বিনোদন

‘বাংলাদেশে জন্মগ্রহণ করে অসম্মানিত হয়নি এমন একটা মানুষ দেখান’

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | May 27, 2025

আসন্ন কোরবানির ঈদে মুক্তির অপেক্ষায় থাকা নির্মাতা সঞ্জয় সমদ্দারের নতুন সিনেমা ‘ইনসাফ’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিলো আগে থেকেই। কিছুদিন আগে ছবিটির পোস্টার নেটদুনিয়ায় আলোচনার ঝড় তুলেছিলো, যেখানে মোশাররফ করিম, তাসনিয়া ফারিণ, শরিফুল রাজের ভিন্ন লুক নজর কেড়েছিলো সিনেমাপ্রেমীদের।

এবার সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই সোমবার (২৬ মে) সন্ধ্যায় সিনেমাটির মারকাটারি অ্যাকশন আর সাসপেন্সে ভরপুর ট্রেলার মুক্তি দেয়া হয়েছে, যার নাম দেয়া হয়েছে ‘ওয়ার্নিং’।

এক মিনিট ২২ সেকন্ডের এই ‘ওয়ার্নিং’ ট্রেলার শুরুতেই দর্শকদের চমকে দেয় একটি ক্ষতবিক্ষত মরদেহের দৃশ্য দিয়ে, যা একটি জলাধারের পাশে পড়ে আছে। এরপরই শুরু হয় ভায়োলেন্স ও অ্যাকশন দৃশ্য। ট্রেলারে প্রধান্য পেয়েছে এ সিনেমার অন্যতম অভিনেতা শরিফুল রাজের চরিত্রটি।

কারামুক্ত হলেন নায়িকা নুসরাত ফারিয়া

ভিডিওতে একটি ভয়েসওভার ভেসে আসে যেখানে শোনা যায়, ঢাকা শহরে অপরাধ বেড়ে গেছে এবং সবাই ভাবছে এক সময়ের ত্রাস ইউসুফ হয়তো আবার ফিরে এসেছে। ইউসুফকে একটি আজব ক্যারেক্টার হিসেবে উল্লেখ করে বলা হয়, খুন করার পর নাকি সে দুধ দিয়ে গোসল করে এবং সে কোনো সাধারণ মাস্তান নয়।

একের পর এক মারকাটারি দৃশ্যে ইউসুফ চরিত্রে ত্রাস তৈরি করেছেন শরিফুল রাজ! শুধুমাত্র একা নন, পুরো দল নিয়ে বিভিন্ন জায়গায় হামলা করছেন তিনি। তার আতঙ্কে গোটা অঞ্চল তটস্থ দেখানো হয়েছে। এরপরই শরিফুলকে বলতে শোনা যায়, বাংলাদেশে জন্মগ্রহণ করসে ভালো কাজ করছে কিন্তু অসম্মানিত হয় নাই এমন একটা মানুষ দেখান তো! তার এই সংলাপ দর্শকদের ভাবনায় ফেলে দিয়েছে।

‘শরিফুলময়’ এই ‘ইনসাফ’-এর ওয়ার্নিংয়ে পুলিশের চরিত্রে দেখা গেছে তাসনিয়া ফারিণকে। এক মিনিট বাইশ সেকন্ডের ভিডিওতে গুরুত্বপূর্ণ দৃশ্যে জায়গা পেয়েছেন ঢালিউডের খলঅভিনেতা মিশা সওদাগর এবং অভিনেতা ফজলুর রহমান বাবুও।

নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-নিপুণ-ভাবনাসহ ১৭ অভিনয়শিল্পীর নামে মামলা

অ্যাকশানে ভরপুর এই ঝলকে হালকা সাদা-পাকা চুল ও দাড়িতে এক ঝলক দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। চোখে কালো চশমা, হাতে অস্ত্র, সাদা পোশাকে অ্যাকশন অবতারে তার এই উপস্থিতি এক ঝলকেই দর্শকদের মন ছুঁয়ে গেছে।

সঞ্জয় সমদ্দার এই প্রথম ঝলকের মাধ্যমে দর্শকদের জন্য শুধু মারকাটারি দৃশ্যই রাখেননি, রোমান্সের আভাস দিয়েও সিনেমাপ্রেমীদের আকৃষ্ট করার চেষ্টা করেছেন। সামগ্রিকভাবে, ‘ইনসাফ’-এর এই ‘ওয়ার্নিং’ ট্রেলার আসন্ন ঈদে একটি অ্যাকশন-প্যাকড ও থ্রিলারধর্মী সিনেমার ইঙ্গিত দিচ্ছে, যা নিয়ে দর্শকদের প্রত্যাশা আরো বেড়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo