জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় কর্তৃক ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পূর্ণবাসন ও বিকল্প কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষে ভিক্ষুকদের মাঝে সহায়ক উপকরণ গাভী বিতরণ করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. সঞ্জীব দাসের সভাপতিত্বে ও জেলা সমাজ সেবা কর্মকর্তা শীলা রানী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, মহিলা ভাইস -চেয়াম্যান সোহানা হোসেন মিকি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তা হারুন আর রশীদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
স্বাআলো/এসআর