শার্শায় সততা স্টোরের অনুকুলে দুদকের অর্থায়নে অনুদানের টাকা বিতরণ

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের (দুদক) স্থানীয় অর্থায়নে সততা স্টোরের অনুকুলে বরাদ্দকৃত অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ মে) শার্শা উপজেলা পরিষদ ভবনের কনফারেন্স রুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) যশোর ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি শার্শার আয়োজিত অনুষ্ঠানে এ অনুদানের টাকা বিতরণ করা হয়।

শার্শা উপজেলা দূর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি আক্তারুজ্জামান লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক তাওহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি নুসরাত ইয়াসমিন, শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাফিজুর রহমান চৌধুরী, দুর্নীতি প্রতিরোধ কমিটির উপদেষ্টা আলহাজ্ব আহসান উল্লাহ মাস্টার।

বেনাপোল দিয়ে দেশে ফিরলো ৩ বাংলাদেশি নারী

এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন এবং তাদের হাতে সততা স্টোরের টাকা তুলে দেন নির্বাহী কর্মকর্তা।

উল্লেখ্য, দেশের নাগরিকদের মধ্যে তরুণ প্রজন্ম বিশেষ করে শিক্ষকদেরকে দুর্নীতিকে না বলার মনোভাব সৃষ্টি ও সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সততা স্টোর গঠনকে প্রাধান্য দিয়ে দুদক দুর্নীতি প্রতিরোধে নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...