জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী পৌরসভায় ছয় হাজার ৬০০ জনকে ১০ কেজি করে ৬৬ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরন করা হয়েছে।
এর মধ্যে সরকারি বরাদ্দ ৪৬ টন। বাকি ২০ টন চাল মেয়র মহিউদ্দিন আহম্মেদ তার ব্যক্তিগত অর্থে চাল কিনে ১০ কেজি করে দুই হাজার লোকের মাঝে বিতরণ করা হয়েছে।
পৌরসভা মহিউদ্দিন জানান সরকারিভাবে ৪৬ মেট্রিক টন বিতরনের পর নিজের উদ্যোগে ২০ টন চাল কিনে জনগনের মাঝে বিতরণ করা হয়েছে।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল পেয়ে খুশি সাধারন জনগণ। তারা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।
স্বাআলো/এস