লিটন ঘোষ জয়, মাগুরা: খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাগুরা সদর উপজেলায় তিন হাজার ৫০০ কৃষকের মধ্যে উচ্চ ফলনশীল আমন ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুলাই) সদর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে উপজেলা পরিষদ চেয়ারম্যান রানা আমির ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ করেন।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সোনিয়া সুলতানা, বাহারুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান থেকে সদর উপজেলার তিন হাজার ৫০০ কৃষকের মাঝে পাঁচ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
স্বাআলো/এস