বরিশাল বিভাগ

পটুয়াখালীতে সেলাই মেশিন বিতরণ

| June 13, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালীতে বিএমইটি ও বাংলাদেশ পাল্লী উন্নয়ন বোর্ড কর্তৃক দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প(ইরেসপো) যৌর্থ উদ্ধোগে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পটুয়াখালী এর আয়োজনে বাস্তবায়নাধীন ২য় পর্যায় (১ম সংশোধিত প্রকল্পের আওতায় ৩০ মেয়াদী টেইলারিং এন্ড ড্রেস মেকিং কোর্সের ৪০জন সুফল ভোগী সদস্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে সেলাই মেশিন ও কোর্স সমাপনী সনদ পত্র বিতরণ করা হয়েছে।

পটুয়াখালী যুব সংগঠনে ১২ লাখ টাকা অনুদান

বৃহস্পতিবার (১৩ জুন) টিটিসি সভাকক্ষে পটুয়াখালী ও বরগুনা জেলার দশমিনা, বাউফল, কলাপাড়া, দুমকী, বামনা উপজেলার ৪০জন সুফল ভোগী সদস্যদের মাঝে সেলাই মেশিন বিতারন অনুষ্ঠানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মাঈনুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি উপ-পরিচালক মোহাম্মাদ হাসানুল হক মোল্লা।

উক্ত বিতারণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন টিটিসি প্রশিক্ষক সেলিনা আক্তার, সীমা রানী দাস, কোডিনেটর রাশেদুজ্জামান ও প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Debu Mallick