সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৩৭ হাজার ৬৮৩ জন দরিদ্র ও দুস্থ পরিবারের মধ্যে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) উপজেলার সকল ইউনিয়নে সকাল থেকে দিনভর ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস জানান, দুর্যোগ ও ব্যবস্থাপনা মন্ত্রণালয় ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সকল হতদরিদ্রদের জন্য ১০ কেজি করে চাল বিনামূল্যে দেয়া হয়েছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মাহমুদুল হাসান সিকদার বলেন, ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের জন্য চাল পাঠানো হয়েছে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হতদরিদ্র বান্ধব সরকার। তিনি হত দরিদ্রদের পাশে থেকে ভিজিএফের চাল বিতরণ করে যাচ্ছেন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৩৭ হাজার ৬৮৩ জন হত দরিদ্রদের মাঝে ১০ কেজি করে ভিজিএফের চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলাল বলেন, গলাচিপা উপজেলায় ৩৭৬.৮৩০ মে. টন চাল হত দরিদ্রদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। যার বিতরণ কার্যক্রম চলমান আছে।
এ সময় বিভিন্ন ইউনিয়নে ও পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাছিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, সিনিয়র মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুব হাসান শিবলী প্রমুখ। এ সময় দরিদ্র ও দুস্থ লোকেরা ঈদুল ফিতর উপলক্ষে মান সম্পন্ন ১০ কেজি করে চাল পেয়ে আনন্দ প্রকাশ করেন।
স্বাআলো/এস