নিজস্ব প্রতিবেদক: যশোরে ইয়াবাসহ ডায়বেটিস সেন্টারের মালিক ডাক্তার হাসিবুর রহমানকে ইয়াবাসহ আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। বুধবার শহরতলীর নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের পেছনে তার নিজস্ব চেম্বার থেকে এক সহযোগিসহ আটক করা হয়।
ডাক্তার হাসিবুর উপশহর এলাকার। তার সহযোগি শাহ জামাল হোসেন দিপু শহরের ঘোপ জেলরোডের। কোতোযালি থানার এসআই হুমায়ুন আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে নিজ চেম্বারের মধ্যে ডাক্তার হাসিবুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপরে তার সহযোগি দিপুর কাছ থেকে আরো ৪০ পিস উদ্ধারসহ আটক করা হয়। এই ঘটনায় কোতোয়লি থানায় মামলা হয়েছে।
স্বাআলো/এস