এমবাপের জোড়া গোল, জয় রিয়ালের

ভিয়ারিয়ালের মাঠে প্রায় ২১ হাজার দর্শকের সামনে প্রথমেই গোল হজম করে বসে রিয়াল মাদ্রিদ। ৭ মিনিটে গোল হজম করার পর যেন জ্বলে উঠেছিলেন কিলিয়ান এমবাপে। এরপর জোড়া গোল করলেন তিনি। সেই জোড়া গোলেই ২-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ এক জয় নিশ্চিত হলো রিয়ালের।

এ জয়ে আপাতত শীর্ষে উঠেছে রিয়াল। ২৮ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৬০। ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বার্সেলোনা। ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ।

তবে আজই হয়তো রিয়ালের এই অবস্থান নড়ে যেতে পারে। কারণ, লা লিগায় হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদ। এই ম্যাচে বার্সা জিতলে তো তারাই উঠে যাবে শীর্ষে। তখন রিয়ালের সঙ্গে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকবে বার্সা। সে সঙ্গে একটি ম্যাচ তখনও হাতে থাকবে।

আর যদি আজ অ্যাটলেটিকো হারিয়ে দিতে পারে বার্সেলোনাকে। তাহলে, শীর্ষে থেকে যাবে রিয়ালই। তখন অ্যাতলেতিকো উঠে যাবে দ্বিতীয় স্থানে, বার্সা নেমে যাবে তৃতীয় স্থানে।

রিয়ালর জন্য এটা গুরুত্বপূর্ণ জয়- কারণ হলো, এক সময় তারাই শীর্ষে ছিলো, কিন্তু মাঝে কিছু ম্যাচে পয়েন্ট হারিয়ে তারা চলে যায় পেছনে। এখন এই ম্যাচটাতেও যদি পয়েন্ট হারাতো, তাহলে হয়তো এবারের মৌসুমে শিরোপা জয়ের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যেতে হতো তাদের; কিন্তু এমবাপের জোড়া গোলে সে বিপদে আর পড়তে হয়নি।

সপ্তম মিনিটেই ভিয়ারিয়ালকে এগিয়ে দেন হুয়ান ফয়েথ। অ্যালেক্স বায়েনা কর্নার কিক নেন। সেই শটটি অরিলিয়েন চুয়ামেনির পা ছুঁয়ে চলে যায় হুয়ান ফয়েথের কাছে। খুব সহজেই কাছ থেকে রিয়ালের জালে বলটি জড়িয়ে দেন তিনি।

১০ মিনিট পর সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ব্রাহিম দিয়াজের ব্লক শট রিসিভ করে খুব কাছ থেকে ভিয়ারিয়ালের জালে জড়িয়ে দেন এমবাপে। ৬ মিনিট পর আবারও গোল কিলিয়ান এমবাপের। রিয়াল মাদ্রিদকে লিড এনে দেয়া এই গোলটি করেন তিনি লুকাস ভাসকুয়েজের কাছ থেকে বল পেয়ে। এ নিয়ে লা লিগায় ২০তম গোল করলেন কিলিয়ান এমবাপে।

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করার দারুণ সুযোগ পেয়েছিলেন এমবাপে। ভিনিসিয়ুস জুনিয়রের কাছ থেকে বল পেয়ে একেবারে গোলরক্ষকের সামনে চলে গিয়েছিলেন; কিন্তু অ্যাসিস্ট্যান্ট রেফারি অফসাইডের ফ্ল্যাগ তুলে দাঁড়িয়ে যান। ফলে আর গোল করতে পারেননি তিনি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সারাদেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে

রোদের দাপটে গরমের অনুভূতি বাড়ার সম্ভাবনার পাশাপশি সারাদেশে বজ্রসহ...

রাস্তা ভুলে আটকে গেলো চোরের দল, পিকআপভ্যান পোড়ালো এলাকাবাসী

জেলা প্রতিনিধি, নোয়াখালী: শুরুটা ভালোই ছিলো। তবে রাস্তা ভুলে...

৭ কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

ঢাকার সরকারি সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম চূড়ান্ত...

চৌগাছায় চাচার বিরুদ্ধে ভাতিজিকে ধর্ষণের অভিযোগ

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় ৪র্থ শ্রেণির এক ছাত্রীকে...