শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের মামলায় প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৯ নভেম্বর) আদালতে হাজির হবেন। এমনটা জানিয়েছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন।
তিনি বলেন, যেহেতু বৃহস্পতিবার ৩৪২ ধারায় আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য আছে, কাজেই ড. ইউনূস আদালতে হাজির হবেন।
শ্রম আইন লঙ্ঘনের এ মামলায় এরই মধ্যে চার সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়েছে। গত ২ নভেম্বর চতুর্থ সাক্ষী, ২৬ অক্টোবর তৃতীয় সাক্ষী, ১৮ অক্টোবর দ্বিতীয় সাক্ষী, ১১ অক্টোবর মামলার বাদী এবং প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়।
এ মামলায় কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদফতরের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সৈয়দ হায়দার আলী ও খুরশীদ আলম খান।
এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও শাহজাহানকে বিবাদী করা হয়েছে।
স্বাআলো/এস