নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক দুইটি মাদক মামলার রায়ে দুই আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৪ জুন) অতিরিক্ত দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস এই রায় দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো, শহরের পুলিশ লাইন কদমতলা এলাকার নুর ইসলাম ও বেনাপোলের উত্তর বারোপোতা গ্রামের শাহ জামাল।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৬ জানুয়ারি চাঁচড়া ফাঁড়ি পুলিশ ফাঁড়ির সদস্যরা রেলগেট কালু কসাইয়ের দোকানের সামনে থেকে নুর ইসলামকে ৫৫ পিচ ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় চাঁচড়া পুলিশ ফাঁড়ির এটিএসআই আমির হোসেন বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
অপরদিকে, ২০১৭ সালের ২৭ ফেব্রুয়ারি বেনাপোল পোর্ট থানার পুলিশ ভবেরবেড় গ্রামে অভিযান চালিয়ে শাহ জামালকে ৫৫ পিস ইয়াবাসহ আটক করে। এই ঘটনায় এসআই মতিউর রহমান বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। দুই আসামিই পলাতক রয়েছেন।
স্বাআলো/এস