চৌগাছায় ২ মাদক ব্যবসায়ীর জেল ও জরিমানা

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় আব্দুল হান্নান (৫২) ও মনিরুল ইসলাম (৫৪) নামে দুই মাদক ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৩ মার্চ) উপজেলার পুড়াপাড়া বাজারে অভিযান চালিয়ে পুড়াপাড়া খালপাড়ার আব্দুর রহমানের ছেলে আব্দুল হান্নানের কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিলেন।

অন্যদিকে, উপজেলার কাঁচা বাজারের পাশ থেকে হাজরাখানার মনিরুল ইসলামের কাছ থেকে আট পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রকৌশলী তাসমিন জাহান। আদালত পরিচালনাকালে তার সাথে ছিলেন যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এসআই সাইদুর রহমান, এএসআই বিপ্লব চক্রবর্তী ও গোলদার রহমান প্রমুখ।

আদালতের বিচারক প্রকৌশলী তাসমিন জাহান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ৫ ধারা অনুযায়ী তাদের প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসাথে তাদের প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরো ২ মাস বাড়লো

সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের (কোস্টগার্ড ও...

যশোরে যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই, ছুরিকাঘাতে আহত

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের রায়পাড়া সার গোডাউন এলাকায় ছিনতাইকারীরা...

ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব

চারদিনের সফরে আজ ঢাকায় এসে পৌঁছেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও...

মাগুরায় ধষর্ণের শিকার শিশু আছিয়ার মৃত্যু, দেশজুড়ে শোক

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন মাগুরায় নির্যাতিত সেই শিশুটি...