খুলনা বিভাগ

যশোরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

ঢাকা অফিস ঢাকা অফিস | October 13, 2025

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর যশোরের একটি দল এক মাদক ব্যবসায়ীকে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক করেছে।

আটককৃত ব্যক্তির নাম মহিবুর রহমান রিমন (৩১)।

তিনি চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মাছিজিদ্দা কুমিরা এলাকার শাহ আলমের ছেলে।

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাশে অবস্থিত মেসার্স সিদ্দিক বিশ্বাস ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। রিমন সেখানে সোহাগ পরিবহনের একটি বাসের জন্য অপেক্ষা করছিলেন। তল্লাশির পর তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে আটককৃত রিমনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

স্বাআলো/এস

Shadhin Alo