আজাদুল হক, বাগেরহাট: জেলায় সাত কেজি গাঁজাসহ আল-আমিন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রবিবার (১৭ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার হয়া মাদক বহনকারী আল-আমিন খান বাগেরহাটের মোংলা উপজেলার পৌরসভাধীন মাদরাসা রোডের বাসিন্দা।
বাগেরহাটে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেল থেকে সোমবার জানানো হয়, খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাট সদর উপজেলাধীন চুলকাঠি বাজার এলাকায় রবিবার রাতে একটি বড় ধরনের মাদকের চালান আসছে এমন গোঁপন খবরের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায়ের নেতৃত্বে রাতেই ওই এলাকায় অভিযান পরিচালিত হয়। আর এই অভিযানে আল আমিন খানকে একটি ব্যাগ ভর্তি সাত কেজি গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী ডিবি ওসি স্বপন কুমার জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও দমন আইনে সোমবার বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। পরে জব্দকৃত গাঁজাসহ আল-আমিনকে আদালতে প্রেরণ করা হয়।
স্বাআলো/এসআর/এস