বাগেরহাটে পাঁচ কেজি গাঁজাসহ আল-আমিন মোল্লা (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনা র্যাব-৬।
শুক্রবার (১৭ নভেম্বর) ফকিরহাট উপজেলার কাটাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আল-আমিন খুলনার রুপসা এলাকার বাসিন্দা।
বাসের ধাক্কায় পুলিশ সদস্যের মৃত্যু, পালবাড়ি থেকে চালক গ্রেফতার
খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে শনিবার (১৮ নভেম্বর) বিকেলে এক মেইল বার্তায় জানায়, বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকায় সুকৌশলে মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ফকিরহাট কাটাখালী মোড়ের মনিরুল ইসলামের চায়ের দোকানের সামনে থেকে আসামি আল-আমিনকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারকালে উপস্থিত সাক্ষীদের সামনে আসামির কাছ থেকে পাঁচ কেজি গাঁজা, একটি মোবাইল ফোন, দুইটি সিমকার্ড উদ্ধার করা হয়।
গাঁজাসহ আল-আমিনকে শনিবার দুপুরে ফকিরহাট থানায় সোপর্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
স্বাআলো/এস