আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাটে দুই কেজি গাঁজাসহ হায়াত আলী (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় অবৈধ মাদকদ্রব্য (গাজা) বহনের দায়ে হায়াত আলীর ইজিবাইকটি জব্দ করা হয়েছে।
গ্রেফতার মাদক ব্যবসায়ী হায়াত আলী চিতলমারী উপজেলার বড়গুনি গ্রামের বাসিন্দা।
বাগেরহাটে সড়ক দুঘর্টনায় প্রাণ গেলো একজনের, আহত ৩
এ ঘটনায় মোল্লাহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১ মে) আসামি হায়াত আলীকে পুলিশ আদালতে প্রেরণ করেছে।
মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আশরাফুল আলম জানান, গোপন খবরের ভিত্তিতে উপজেলার গাড়ফা পূর্বপাড়া এলাকায় একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাশি ইজিবাইকের সীটের নীচ থেকে দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী ইজিবাইক চালক হায়াত আলীকে গ্রেফতার করা হয় এবং ইজিবাইকটি জব্দ করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
স্বাআলো/এস