নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে ৫৫ বোতল ফেনসিডিলসহ সেলিম রেজা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটক সেলিম রেজা হলো বেনাপোল পোর্টথানার বড় আঁচড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৪ জুন) ডিবি পুলিশ জানান, বেনাপোল থানা এলাকায় অভিযান পরিচালনা করে বড়আচঁড়ার কৃষ্ণচূড়ার মোড়ে তাইজুল ইসলামের চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়।
বেনাপোল বন্দরে ৫ দিন আমদানি-রফতানি বন্ধ
জব্দকৃত আলামতের মূল্য অনুমান এক লাখ ৬৫ হজার টাকা।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রুপন কুমার সরকার জানান, এ সংক্রান্তে বেনাপোল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
স্বাআলো/এস