নিজস্ব প্রতিবেদক: যশোরে পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশের এসআই কাজী আব্দুল মান্নান জানিয়েছেন, শুক্রবার চাঁচড়া মোড় থেকে ১৫ বোতল ফেনসিডিলসহ মুজিবর বিশ্বাস নামে এক যুবককে আটক করা হয়।
আটক মুজিবর বিশ্বাস বেনাপোল পোর্ট থানার পুটখালী পশ্চিমপাড়ার বাসিন্দা।
কোতয়ালী থানার এসআই মিনারা আলম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের খড়কি আপনের মোড় থেকে ২০ পিস ইয়াবাসহ বাদশা ফয়সাল নামে এক যুবককে আটক করা হয়।
আটক বাদশা ফয়সাল রেলগেট পশ্চিমপাড়ার বাসিন্দা।
স্বাআলো/এস