বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে পৃথক পৃথক অভিযানে ৭৫ বোতল ফেনসিডিল ও ৩০০ গ্রাম গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামীরা হলেন, বেনাপোল পোর্টথানার মহিষাডাঙ্গা গ্রামের জাহিদ হাসান (২৫), হাশেম আলী (৩৮), জাহিদুল ইসলাম (২৪) ও আব্দুর রহমান খোকনের স্ত্রী রহিমা খাতুন (৩৫)।
বেনাপোল চেকপোস্টের নোম্যান্সল্যান্ডে বাংলাদেশি পাসপোর্ট যাত্রীর মৃত্যু
শনিবার (৩০ মার্চ) পুলিশ জানায়, ২৯ মার্চ,রাত সাড়ে ৯টার সময় বেনাপোল পোর্ট থানার মহিষাডাঙ্গা জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে পাঁচ বোতল ফেনসিডিল ও শনিবার সন্ধ্যা ৭টার সময় কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার উপর হতে ৭০ বোতল ফেনসিডিল এবং ১২টার সময় বোয়ালিয়া বাজার বাবলুর মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
বেনাপোল সীমান্ত থেকে ৬টি সোনার বারসহ পাচারকারী আটক
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত জানান, আটক আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় তিনটি মাদক মামলা রুজু করা হয়। উক্ত গ্রেফতারকৃত আসামিদের অদ্য ইং ৩০/০৩/২০২৪ তারিখ যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস