লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল বাজার থেকে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তাসনীম আলম।
গ্রেফতারকৃতরা হলো, শ্রীপুর উপজেলার ঘাসিয়াড়া গ্রামের পাভেল এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের পলাশ খন্দকার।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাগুরার শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে শ্রীপুর উপজেলার নাকোল বাজারের চৌরঙ্গীমোড় এলাকা থেকে গাঁজাসহ তাদের হাতে নাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় শ্রীপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসনীম আলম জানিয়েছেন। এছাড়াও তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।
স্বাআলো/এস