আজাদুল হক, বাগেরহাট: জেলার মোল্লাহাট ব্রীজ এলাকা থেকে পুলিশ এক কেজি গাজাসহ ইয়াসিন মোল্লা(১৮) নামের একজন অবৈধ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতার ইয়াসিন মোল্লা পার্শ্ববর্তী গোপালগঞ্জ লক্ষীরচর এলাকার।
এ ঘটনায় পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করে শুক্রবার (৫ জুলাই) ইয়াসিন কে বাগেরহাট আদালতে প্রেরন করেছে।
মোল্লাহাট থানার ওসি এসএম আশরাফুল আলম জানান, থানার নিয়মিত টহল টিম মোল্লাহাট আবুল খায়ের সেতু এলাকায় ডিউটি করাকালিন মাদক বিক্রেতা ইয়াসিন কে হাতে-নাতে গ্রেফতার করে এবং তার নিকট থেকে ১ কেজি গাজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ইয়াসিনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।
স্বাআলো/এস/বি