আজাদুল হক, বাগেরহাট: খুলনা র্যাব-৬ এর অভিযানে বাগেরহাটের মোল্লাহাট ব্রীজ এলাকায় সৌদিয়া পরিবহনের একটি বাস থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
আটককৃতরা হলো খুলনার হরিনটানা খানজাহান নগর এলাকার জুয়েল বিশ্বাস (৪৮) ও একই এলাকার শামীম বিশ্বাস (২২)।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যায় খুলনা র্যাব-৬ এর মিডিয়া সেল থেকে দেয়া এক মেইল বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরের ভিত্তিতে র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল শনিবার বেলা ১১ টার দিকে বাগেরহাটের মোল্লাহাট ব্রীজের কাছে চেক পোষ্ট বসায়। এর কিছু সময় পরে খবর অনুযায়ী ফেনী থেকে খুলনা গামী সৌদিয়া পরিবহনের একটি বাস থামিয়ে তল্লাশি করে ১০ কেজি গাজাসহ দুইজনকে আটক করে।
মাগুরায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত আসামীদের হেফাজত হতে ১০ কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। জব্দকৃত আলামত ও আটককৃত আসামীদ্বয়কে মোল্লাহাট থানায় হস্তান্তর করে আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।
মোল্লাহাট থানার ওসি আশরাফুল আলম জানান, ১০ কেজি গাজাসহ আটক দুইজনের বিরুদ্ধে র্যাব-৬ বাদী হয়ে একটি মামলা করেছে। আসামীদের আলামতসহ বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস