বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মনির হোসেন(২২) ও ফাতেমা বেগম (৫০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পোর্ট থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বেনাপোলে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
আসামিরা হলো, আটক ফাতেমা বেগম বেনাপোল পোর্ট থানার দিঘিরপাড় গ্রামের বাসিন্দা ও মনির হোসেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার মোজজাটেক গ্রামের বাসিন্দা।
বেনাপোল এক্সপ্রেসে আগুনে প্রাণহানি, রেলের মামলা
বেনাপোল পোর্ট থানার সহকারী পরিদর্শক (এএসআই) সাজেদুর রহমান জানান, পোর্ট থানার ভারপ্রাপ্ত সুমন ভক্তের কাছে গোপন খবর আসে দিঘিরপাড় গ্রামসহ একটি বাগানের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ট্যাবলেট বেচাকেনা হচ্ছে। এমন সংবাদে ওসির নেতৃত্বে এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই ইমামুলসহ সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।
স্বাআলো/এস