ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

হাসানুজ্জামান হাসান,লালমনিরহাট: জেলার হাতীবান্ধা উপজেলায় ২২৮ বোতল ফেনসিডিলসহ ফরিদুল ইসলাম (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩ এর এক আভিযানিক দল।

মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত সোয়া ১টায় উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১০ জুলাই) সকালে র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংবাদমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ফরিদুল দক্ষিণ পারুলিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

মাগুরায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

র‍্যাব জানায়, ১০ জুলাই আনুমানিক রাত সোয়া ১টায় উপজেলার দক্ষিণ পারুলিয়া এলাকায় অভিযান চালায় র‍্যাব-১৩ এর এক আভিযানিক দল। এ সময় ফরিদুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তল্লাশি চালিয়ে ২২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক ফেনসিডিল জব্দ করে র‌্যাব। গ্রেফতার ওই আসামি বহুদিন ধরে লালমনিরহাটসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদকের কারবার পরিচালনা করে আসছিলো।

র‍্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি দীর্ঘদিন ধরে লালমনিরহাট এবং পাশের জেলাগুলোতে অবৈধ মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস/বি

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

সাতক্ষীরায় পুকুর থেকে ৩৪ পিস হাসুয়া উদ্ধার

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে ৩৪ পিস...

৪৮ ঘণ্টার আল্টিমেটাম পলিটেকনিক শিক্ষার্থীদের, লংমার্চের হুঁশিয়ারি

ঢাকা অফিস: পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবি...

যশোরে আ.লীগ নেতাদের বাড়িতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও...

স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জিয়া মঞ্চের সভাপতি

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় রাজনৈতিক অঙ্গনে...