মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোল থেকে ৪০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা।
শনিবার (১৩ জুলাই) পোর্ট থানার পুটখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক আসামি হলেন, বেনাপোল পোর্টথানার পুটখালী গ্রামের সুমন হোসেন (৩১)।
বেনাপোলে গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক
যশোর র্যাব-৬ সদস্যরা জানান, গোপন সংবাদের মাধ্যমে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের ২নং ওয়ার্ডে আসামির নিজ কক্ষে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ফেনসিডিল বিক্রয়ের নিমিত্তে মজুদ করেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত অভিযান পরিচালনা করে ৪০০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
যশোর র্যাব-৬ মেজর কোম্পানি অধিনায়ক মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
স্বাআলো/এস