মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুক (২০)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি।
রবিবার রুদ্রপুর পূর্বপাড়া এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক ওমর ফারুক এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে একাধিক সূত্র জানিয়েছেন।
খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল খুরশিদ আনোয়ার জানান, ২১ বিজিবির অধীনস্থ কায়বা বিওপিতে কর্মরত নায়েব সুবেদার শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল রুদ্রপুর পূর্বপাড়া নামক স্থান হতে ভারতীয় ৭০ বোতল ফেনসিডিলসহ ওমর ফারুক নামে একজনকে আটক করা হয়। সে যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের বাসিন্দা।
তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এস