খুলনা বিভাগ

কুষ্টিয়ায় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

| January 22, 2025

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ জংশন স্টেশনে নকশী কাঁথা কমিউটার ট্রেন থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটক মাদক ব্যবসায়ীর নাম করিম বেপারী।

তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার উজলপুর বিলপাড়া এলাকার মৃত জিন্নাত আলী বেপারীর ছেলে।

বুধবার (২২ নভেম্বর) মিরপুর উপজেলার পোড়াদহ রেলওয়ে জংশনে খুলনা থেকে ঢাকাগামী ট্রেনটি যাত্রা বিরতি দিলে অভিযান চালিয়ে মাদকসহ তাকে আটক করে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশ।

পোড়াদহ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী নকশিকাঁথা কমিউটার ট্রেন পোড়াদহ জংশন স্টেশনে পৌঁছালে জিআরপি থানার এসআই ইদ্রিস আলী ও এএসআই মুরাদ আলী নকশীকাঁথা ট্রেনে অভিযান চালায়। এ সময় একটি ব্যাগের মধ্যে রাখা ৭০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় মাদক বহনের দায়ে করিম বেপারী নামে একজনকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে পোড়াদহ রেলওয়ে থানায় মাদক মামলা করে আদালতে প্রেরণ করা হবে।

স্বাআলো/এস

Debu Mallick