বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলের গাতিপাড়া গ্রাম থেকে দুই বোতল বিদেশি মদসহ বরকত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার (৮ এপ্রিল) রাত ১১টায় বেনাপোল পোর্ট থানাধীন গাতিপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বেনাপোলে টানা ৫ দিন আমদানি-রফতানি বন্ধ থাকবে
গ্রেফতারকৃত আসামি বরকত আলী গাতিপাড়া গ্রামের বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গাতিপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় দুই বোতল বিদেশি মদসহ বরকত আলী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানোর কার্যক্রম প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস