বাগেরহাটের ২০ পিস ইয়াবাসহ মঞ্জু শেখ (৩০) নামের এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) রাতে উপজেলার মানিকনগর বেলালের বসতবাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এরপর শনিবার তাকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
গ্রেফতার মঞ্জু শেখ উপজেলার মানিকনগর গ্রামের আরিফ শেখের ছেলে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফয়লাহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ আজগর আলী শুক্রবার রাতে উপজেলার মানিকনগর বেলালের বসতবাড়ির সামনের রাস্তায় অভিযান পরিচালনা করেন। ওই সময় মঞ্জু ও তার সহযোগিরা ভ্রাম্যমাণভাবে ইয়াবা ট্যাবলেট বিক্রি করছিলো। এসআই আসগর আলী মঞ্জুকে ২০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করেন।
এ সময় মঞ্জুর সাথে থাকা একাধিক মামলার আসামি সোনাকুড় এলাকার দাউদ ও মানিকনগরের বিল্লাল পালিয়ে যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মানিকনগর ও আশপাশের এলাকার মাদক কারবারিদের তালিকা হালনাগাদ করে অভিযান পরিচালনা করছেন বলে জানান তিনি।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
স্বাআলো/এসএস