আজাদুল হক, বাগেরহাট: জেলা মোড়েলগঞ্জে রাস্তায় দাড়িয়ে থাকা একটি পিকআপ তল্লাশি করে ১০ কেজি গাজা(মাদক) উদ্ধারসহ পিকআপটি জব্দ করেছে পুলিশ।
এ সময় গাজা বহনকারী হিসাবে মনির তালুকদার নামের একজন কে গ্রেফতার করা হয়েছে। উপজেলার দৈবজ্ঞ্যহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা সোমবার (৮ জুলাই) টহলদানকালে মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের পুটিখালী শহীদ মার্কেট -ভাটখালী রাস্তার বটতলা নামক স্থান উক্ত গাজাসহ পিকআপ টি জব্দ করে।
মোড়েলগঞ্জ থানার ওসি মোহাম্মাদ শামসুদ্দিন জানান, দৈবজ্ঞ্যহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই বাবন ওই রাতে টহলদানকালে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে পুটিখালী বটতলা নামক স্থানে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি পিকাপ (ফেনী -ড ১১-০৩৫৭) এর টুলবক্স তেকে ১০কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় মনির তালুকদার নামের একজন কে গাঁজা বহনকারী হিসাবে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।
স্বাআলো/এস/বি