বেনাপোলে ২৭৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

যশোরের বেনাপোলে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

সোমবার (৪ ডিসেম্বর) বেনাপোল দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আরিফ হোসেন বেনাপোল দৌলতপুর গ্রামের বাসিন্দা।

তবে কৌশলে পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী আমির হোসেন আমু (৫২)। আমির হোসেন আমু একই গ্রামের বাসিন্দা।

যশোর র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ফেনসিডিলসহ গ্রেফতার আরিফ ও পলাতক আমির হোসেন আমু এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে কম দামে মাদকদ্রব্য নিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। সোমবার ভোররাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি আমির হোসেন আমুর বাড়িতে বিপুল পরিমাণে ফেনসিডিল রয়েছে। এ সময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২৭৫ বোতল ফেনসিডিলসহ আরিফ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হলেও অপর মাদক ব্যবসায়ী আমির হোসেন আমু কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পলাতক আমির হোসেন আমুকেও ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল ভূঁইয়া বলেন, দুপুরে তাকে আদালতে হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...