নিজস্ব প্রতিবেদক: যশোরে ৪০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাতে সদর উপজেলার নতুনহাট বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার নামাজগাঁও গ্রামের তুহিন হোসেন ও রঘুনাথপুর গ্রামের পূর্বপাড়া বাওড়কান্দার ইকরামুল ইসলাম।
যশোরে ডিপো থেকে ২৮ লাখ টাকার ওষুধ চুরি, মামলা
ডিবি পুলিশের এসআই নুর ইসলাম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৮ এপ্রিল রাত ১১টার দিকে সদর উপজেলার নতুনহাট বাজারে মাদক বিরোধ অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার ছোট মেঘলা গ্রামের আক্তারুজ্জানের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়। এরপরে তাদের কাছে থাকা বাজার করা ব্যাগের মধ্যে থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ব্যাপারে থানায় মামলা দিয়ে ১৯ এপ্রিল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস