Uncategorized

১০৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রেজাউল আটক

| November 9, 2023

রংপুর নগরীর একটি বাসা থেকে এক হাজার ৬০ পিস ইয়াবাসহ রেজাউল করিম নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রেজাউল করিম কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার পূর্বধনিরাম গ্রামের বাসিন্দা।

সে পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসার আড়ালে সে ইয়াবা ব্যবসা পরিচালনা করতো।

বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনান।

তিনি জানান, রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকার লালবাগ বালাপাড়ায় রাকিবুজ্জামানের তিন তলা বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন রেজাউল করিম (৪০)। বুধবার রাতে অভিযান পরিচালনা করে এক হাজার ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, অভিযুক্ত রেজাউল করিমকে জিজ্ঞাসাবাসে বলেন, জব্দকৃত ইয়াবাগুলো বগুড়া জেলার ইমন নামের একজনের নিকট হতে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে তার হেফাজতে রেখেছিলো।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply