বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা রবিবার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই উৎসব আগামী ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে। পূজার এই দিনগুলোতে দেশের আবহাওয়া কেমন থাকবে, সে সম্পর্কে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দুর্গাপূজার ষষ্ঠী অর্থাৎ আজ রবিবার থেকে আগামী দুই দিন (সোম ও মঙ্গলবার) আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। তবে, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে দেশের কোনো কোনো স্থানে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ১ অক্টোবর (বুধবার) বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। তবে বিজয়া দশমীর দিন অর্থাৎ ২ অক্টোবর (বৃহস্পতিবার) এবং পরদিন ৩ অক্টোবর বৃষ্টির পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। ২ অক্টোবর বৃহস্পতিবার রাজশাহী বিভাগ বাদে দেশের প্রায় সব বিভাগেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, ২ অক্টোবর থেকে আরেকটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকায় হওয়ার সম্ভাবনা বেশি। এই লঘুচাপের প্রভাবে আগামী বৃহস্পতিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হতে পারে।
এদিকে, রবিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। বর্তমানে ঢাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার, যা দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে বইছে। আজ সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯২ শতাংশ। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে ২২.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।
সামগ্রিক আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে এবং বর্তমানে মহারাষ্ট্র ও পার্শ্ববর্তী এলাকায় সুস্পষ্ট লঘুচাপ আকারে অবস্থান করছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে ক্রমান্বয়ে গুরুত্বহীন হয়ে পড়তে পারে। মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে লঘুচাপের কেন্দ্রস্থল হয়ে ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর অপেক্ষাকৃত দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় আছে। আগামী ১ অক্টোবরের দিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাআলো/এস