Uncategorized

মাগুরায় ৭০৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব

| October 4, 2023

মাগুরায় হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম সারোয়ার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) মোহন লাল রায় খোকন ঠাকুর, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সূর্যকান্ত বিশ্বাস, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সহ-সভাপতি ও শালিখা উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব ভবতোষ মুখার্জী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজেশ গোপাল বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল শিকদার, সহ-দফতর সম্পাদক রিপন ঘোষ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেবদুলাল শিকদার সান্টু, সহ-সমাজ কল্যাণ সম্পাদক হিরা বসু, সদস্য রনি কুরিসহ বিভিন্ন দফতরের নির্বাহী কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাসহ চার উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলায় এবার মোট ৭০৫ মন্ডপে এই শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। জেলা পূজা উদযাপন পরিষদ এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply