ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেডের অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে জিফোরএস সিকিউরিটি সল্যুশস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকসহ ১২১ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
ডাচ্ বাংলা ব্যাংক যশোর শাখার ম্যানেজার দিবাকর বিট সোমবার (১৩ নভেম্বর) কোতোয়ালী মডেল থানায় এই মামলাটি করেছেন।
আসামিরা হলেন, জিফোরএস সিকিউরিটি সল্যুশস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঢাকার বারিধারার জে ব্লকের ২২ প্রগতি স্বরণির কেএম ইকবাল হোসেন, খুলনা সদরের ব্যাংক স্টাফ কোয়ার্টারের তামজিদ হাসান, খুলনার টুটপাড়া জাফর সড়কের চন্দন সরকার, বাগেরহাট ফকিরহাট উপজেলার শুভদিয়া গ্রামের জাকারিয়া, যশোর সদরের মাহিদিয়া গ্রামের কবিরুজ্জামান, খুলনা ডুমুরিয়া উপজেলার কুলটি গ্রামের সুধাময় বিশ্বাস, যশোর শহরের বেজপাড়া মসজিদ বাড়ি রোডের ওবাইদুর রহমান, বেজপাড়া মেইন রোডের সোয়েবুর রহমান, পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার বালিপাড়া গ্রামের জহিরুল ইসলাম, খুলনা খালিশপুর পোর্ট রোডের রাশেদুল ইসলাম, ফুলতলার জামিরাহাট গ্রামের শফিকুল বিশ্বাস ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শাপলা কলিপাড়া গ্রামের জিয়াউর রহমান।
মামলায় জানা গেছে, বাদী দিবাকর বিট ডাচ্ বাংলা ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক পদে কর্মরত আছেন। ডাচ্ বাংলা ব্যাংক দেশের সবচেয়ে বড় একটি নেটওয়ার্ক ব্যাংকিং সেবা প্রদান করে থাকে। ২০১১ সালের ৩০ নভেম্বর ও ২০১৪ সালের ২৭ এপ্রিল জিফোরএস সিকিউরিটি সল্যুশস বাংলাদেশ লিমিটেডের সাথে চুক্তিপত্র তৈরি করে। চুক্তি অনুযায়ি ডাচ্ ব্যাংকিং এর টাকা বিভিন্ন বুথে লোড আনলোড করার দায়িত্ব জিফোরএস সিকিউরিটি সল্যুশস বাংলাদেশ লিমিটেডের ওপর দেয়া হয়। ২০১২ সালের ১৯ নভেম্বর থেকে ২০২১ সালের ২৭ জুন পর্যন্ত যশোর জোনের রিকনসিলিয়েশন করার পরে ৪৬ লাখ ৫০ হাজার আটশ’ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতীয়মান হয়। আত্মসাতকৃত ওই টাকা ফেরৎ না দেয়ায় এই ব্যাপারে থানায় মামলা করা হয়েছে।
স্বাআলো/এসএ