নিজস্ব প্রতিবেদক: যশোরে ইজিবাইক চালক মফিজুর রহমান হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ইকতিয়ার বিশ্বাস আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৪ মে) সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটক ইকতিয়ার বিশ্বাস সদর উপজেলার বাসিন্দা।
যশোরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
র্যাব জানিয়েছে, ২০১১ সালের ২২ জুন রাতে সদর উপজেলার হামিদপুর গ্রামের ইজিবাইক চালক মফিজুর রহমানকে খুন করে একই এলাকার কয়েকজন দুর্বৃত্ত। এই ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে গত ২০ মে ওই মামলার পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজানা ইয়াসমিন।
যশোরে কাভার্ডভ্যানচাপায় যুবক নিহত
কিন্তু রায় ঘোষণাকালে আসামি ইকতিয়ার পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেয়া হয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা সাতক্ষীরা থেকে আসামি ইকতিয়ারকে আটক করে যশোর আদালতে সোপর্দ করে।
স্বাআলো/এস