নিজস্ব প্রতিবেদক: ইজিবাইক চোর চক্রের এক সদস্যকে কুমিল্লা হতে গ্রেফতার করেছে পিবিআই যশোর। এর সাথে একটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। গনেশ চক্রবর্তী (৬৫) যশোর শহরের পুরাতন কসবা এলাকার বাসিন্দা।
তার একটি ইজিবাইক চার্জিং পয়েন্ট আছে এবং পাঁচ ব্যাটারিচালিত একটি DOWEDO কোম্পানির হলুদ রংয়ের ইজিবাইক আছে। যা যশোর পৌরসভা কর্তৃক প্রদত্ত ব্লক নম্বর-১২১৬।
আসামি নুর নবী মোল্লা গত দুই বছর যাবৎ বাদীর ইজিবাইকটি প্রতিদিন ৫০০ টাকা ভাড়া হিসাবে ভাড়ায় চালাতো।
যশোর কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা পুলিশ লাইনস্ গেইটস্থ গ্যারেজ হতে ভাড়ায় চালানোর জন্য নিয়ে যায়। কিন্তু ঐ দিন ইজিবাইকটি গ্যারেজে জমা না দেয়ায় বাদী নুরনবী মোল্লার ব্যবহৃত মোবাইলে ফোন করে মোবাইল ফোনটি বন্ধ পায়। বাদী তখন তাকে খুঁজতে যশোর কোতোয়ালী থানাধীন কাজীপাড়াস্থ তার ভাড়া বাসায় যায়। সেখানে তাকে না পেয়ে তার স্থায়ী ঠিকানায় গিয়ে খোঁজ-খবর করেন। তার কোথাও কোনো সন্ধান না পেয়ে, গত ২৭ জুন ২০২৪ পিবিআই যশোর অফিসে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে পিবিআই, যশোর জেলা ছায়া তদন্ত শুরু করে।
যশোর জেলার চৌকস দল ছায়া তদন্তকালীন সময়ে ২৮ জুন কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন সোয়াগাজী বাজারস্থ ভূইয়া পেট্রোল পাম্পের সামনে থেকে আসামি নুর নবিকে মোল্লা (৪৭) গ্রেফতার করে। পরবর্তীতে আসামির দেয়া স্বীকারোক্তি মতে চোরাইকৃত বাদীর মালিকানাধীন পাঁচ ব্যাটারিচালিত DOWEDO কোম্পানির হলুদ রংয়ের ইজিবাইকটি অদ্য ২৯ জুন কুষ্টিয়া জেলার সদর পৌরসভাস্থ চৌড়হাস পুরাতন কোল্ডস্টোরস্থ জনৈক চিকু মিয়ার ইজিবাইক গ্যারেজ হতে এবং উক্ত ইজিবাইকের পাঁচটি কোম্পানির বারো ভোল্টের ব্যাটারিকুষ্টিয়া সদর থানাধীন ডিসি কোর্টের সামনে পূর্ব মজমপুরস্থ ‘রাশেদ ট্রেডার্স’ নামক দোকান ঘর হতে উক্ত আসামির দেখানো মতে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
মামলাটি তদন্তকালে আরো জানা যায়, আসামি নুর নবী মোল্লা যশোর কোতোয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা পুলিশ লাইনস্ গেইটস্থ বাদীর গ্যারেজ হতে বাদীর ইজিবাইকটি ভাড়ায় চালানোর জন্য নিয়ে যায়। পরবর্তীতে আসামি প্রতারণামূলকভাবে বিশ্বাস ভঙ্গ করে বাদীর মালিকানাধীন ইজিবাইকটি চুরি করতো আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বিক্রি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি নুর নবি মোল্লা প্রতারণামূলকভাবে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে চুরি করার অপরাধের জড়িত মর্মে স্বীকার করলে অদ্য ২৯ জুন আদালতে সোপর্দ করা হলে আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
স্বাআলো/এস