নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের জন্য আবেদন করা জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) নতুন ১৪৪টি দলের কোনোটিই প্রাথমিক বাছাইয়ে টেকেনি। দলগুলোর জমা দেয়া আবেদনপত্রে বিভিন্ন ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করে ১৫ দিনের মধ্যে পুনরায় জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কেএম আলী নেওয়াজ গণমাধ্যমকে এ তথ্য জানান।
কেএম আলী নেওয়াজ বলেন, “আবেদনকারী দলগুলোকে তাদের কাগজপত্রে থাকা ত্রুটি-বিচ্যুতিগুলো জানিয়ে চিঠি দেয়া হবে। প্রথম ধাপে ৬২টি দলকে এবং পরবর্তী ধাপে বাকি দলগুলোকে চিঠি পাঠানো হবে। চিঠি পাওয়ার পর ১৫ দিনের মধ্যে তাদের সব ভুল সংশোধন করে আবেদনপত্র পুনরায় জমা দিতে হবে।”
এর আগে, নির্বাচন কমিশন নিবন্ধন প্রত্যাশী দলগুলোকে আবেদন জমা দেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছিল। গত ২০ এপ্রিল আবেদনের সময়সীমা থাকলেও বেশ কিছু দলের অনুরোধে তা ২২ জুন পর্যন্ত বাড়ানো হয়। এই সময়ের মধ্যে মোট ১৪৪টি দল ১৪৭টি আবেদন জমা দেয়।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আবেদনকারী কোনো দলই নিবন্ধনের প্রাথমিক শর্তগুলো সঠিকভাবে পূরণ করতে পারেনি।
আবেদনকারী কয়েকটি দল
ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে রয়েছে— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ সংগ্রামী ভোটার পার্টি, মুসলিম জনতা পার্টি, নতুন প্রজন্ম পার্টি, বাংলাদেশ জনকল্যাণ পার্টি (বাজপা), বাংলাদেশ সংস্কারবাদী পার্টি (বিআরপি), মানবিক বাংলাদেশ পার্টি, জাতীয় মুক্তি ফ্রন্ট, নৈতিক সমাজ, বাংলাদেশ গণঅধিকার পার্টি, নতুন ধারা বাংলাদেশ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলন, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি, এবং বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিসহ শতাধিক দল।
নিবন্ধনের শর্ত
উল্লেখ্য, আইন অনুযায়ী, ইসিতে নিবন্ধিত হতে হলে একটি রাজনৈতিক দলকে বেশ কিছু কঠিন শর্ত পূরণ করতে হয়। এর মধ্যে অন্যতম হলো— একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি, দেশের এক-তৃতীয়াংশ (২১টি) জেলায় এবং ১০০টি উপজেলায় কার্যকর কমিটি থাকা। এছাড়া, প্রতিটি উপজেলা কমিটিতে ন্যূনতম ২০০ জন ভোটারের সমর্থনের প্রমাণপত্রও জমা দিতে হয়। এই প্রধান শর্তগুলো পূরণ করতে ব্যর্থ হওয়ায় কোনো দলই প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হতে পারেনি বলে জানা গেছে।
স্বাআলো/এস