ঈদুল আজহা এবং গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লম্বা ছুটি শুরু হয়েছে। আজ রবিবার (১ জুন) থেকে মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটির কারণে মূলত ২৯ মে থেকেই ক্লাস বন্ধ হয়ে গেছে। দেশের প্রাথমিক বিদ্যালয় ও কলেজগুলোতে ছুটি শুরু হবে আগামী ৩ জুন থেকে।
শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত চলতি শিক্ষাবর্ষের (২০২৫ শিক্ষাবর্ষ উল্লেখ থাকলেও তারিখগুলো ২০২৪ সালের জুন মাসের সাথে সামঞ্জস্যপূর্ণ) শিক্ষাপঞ্জি বিশ্লেষণ করে দেখা গেছে, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির দৈর্ঘ্যে ভিন্নতা রয়েছে। কোনো প্রতিষ্ঠানে ছুটি থাকছে মাত্র ১০ দিন, আবার মাদরাসার শিক্ষার্থীরা পাচ্ছে সর্বোচ্চ ২৫ দিনের ছুটি।
মাধ্যমিক বিদ্যালয়ে ২৩ দিনের ছুটি
সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে টানা ২৩ দিন ছুটি থাকছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী ১ জুন থেকে ছুটি শুরুর কথা থাকলেও, তার আগের দুদিন সাপ্তাহিক ছুটি (৩০ ও ৩১ মে) থাকায় ২৯ মে ছিল শেষ ক্লাস। এই দীর্ঘ ছুটি চলবে ১৯ জুন পর্যন্ত। ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি হওয়ায় ২২ জুন থেকে মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় ক্লাস শুরু হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি, মাদরাসায় সর্বোচ্চ
মাদরাসায় ২৫ দিনের ছুটি
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা সবচেয়ে বেশি, টানা ২৫ দিনের ছুটি পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের শিক্ষাপঞ্জি অনুযায়ী, তিনটি সরকারি আলিয়া মাদরাসা এবং বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসাগুলোতে ১ জুন থেকে ছুটি শুরু হয়েছে, যা চলবে ২৫ জুন পর্যন্ত। আগামী ২৬ জুন থেকে মাদরাসায় ক্লাস শুরু হবে।
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৯ দিনের ছুটি
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান অর্থাৎ প্রি-ভোকেশনাল, প্রি-ভোকেশনাল (মাদরাসা) ও এসএসসি (ভোকেশনাল), দাখিল (ভোকেশনাল) পর্যায়ের প্রতিষ্ঠানে ১৯ দিন ছুটি ঘোষণা করা হয়েছে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ১ জুন থেকে ছুটি শুরু হয়ে ১৯ জুন পর্যন্ত চলবে। ২০ ও ২১ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২২ জুন থেকে এসব প্রতিষ্ঠানে শ্রেণি কার্যক্রম শুরু হবে।
ঈদে সংবাদকর্মীরা ছুটি পাচ্ছেন ৫ দিন
প্রাথমিক বিদ্যালয়ে ২১ দিনের ছুটি
দেশের সাড়ে ৬৫ হাজারেরও বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ মিলিয়ে মোট ২১ দিন বন্ধ থাকবে। এসব প্রতিষ্ঠানে ছুটি শুরু হবে আগামী ৩ জুন থেকে, যা চলবে ২৩ জুন পর্যন্ত। আগামী ২৪ জুন থেকে প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় ক্লাস শুরু হবে।
সরকারি-বেসরকারি কলেজে ১০ দিনের ছুটি
এদিকে, সরকারি-বেসরকারি কলেজগুলোতে ছুটি থাকছে সবচেয়ে কম, মাত্র ১০ দিন। কলেজে গ্রীষ্মকালীন অবকাশের সঙ্গে যুক্ত না হয়ে শুধু ঈদুল আজহা উপলক্ষে এই ছুটি দেওয়া হয়েছে। কলেজের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ছুটি শুরু হবে ৩ জুন থেকে, যা চলবে ১২ জুন পর্যন্ত। আগামী ১৩ জুন থেকে কলেজে পুরোদমে ক্লাস শুরু হবে।
এই লম্বা ছুটি শিক্ষক-শিক্ষার্থী উভয়ের জন্য কিছুটা স্বস্তি নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে, যা তাদের ঈদুল আজহা উদযাপন এবং গ্রীষ্মের তীব্র গরম থেকে কিছুটা বিরতি দেবে।
স্বাআলো/এস