লিটন ঘোষ জয়, মাগুরা: জেলায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামায়াত সকাল ৮টায় শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাছির বাবলু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
জেলায় এবছর ৪৬৪টি ঈদগাহ ঈদের নামাজ আদায় হয়েছে। এছাড়া ঝড় বৃষ্টি হলে জরুরি প্রয়োজনে নিকটস্থ মসজিদগুলোকে প্রস্তুত রাখা হয়। নোমানি ময়দান ছাড়াও শহরের পিটিআই মসজিদ প্রাঙ্গণ, পারনান্দুয়ালি বেপারীপাড়া, শেখপাড়া, দোয়ারপাড়, কারিকর পাড়া, আদর্শ পাড়া, ঢাকা রোড ওয়াপদা, শিবরামপুর ঈদগাহসহ জেলার শ্রীপুর, মোহাম্মদপুর ও শালিখা উপজেলায় ধর্মীয় ভাব গাম্ভীর্যের সাথে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
স্বাআলো/এস